ভারি মজা
(সুকুমার রায়)
এই নেয়েছ, ভাত খেয়েছ, ঘণ্টাখানেক হবে–
আবার কেন, হঠাৎ হেন, নামলে এখন টবে?
একলা ঘরে ফুর্তিভরে, লুকিয়ে দুপুর বেলা
স্নানের ছলে ঠাণ্ডা জলে জল-ছপ-ছপ খেলা!
জল ছিটিয়ে, টব পিটিয়ে, ভাবছ ‘আমোদ ভারি,
কেউ কাছে নাই, যা খুশি তাই করতে এখন পারি।’
চুপ চুপ চুপ—ওই দুপদুপ! ঐ জেগেছে মাসি,
আসছে ধেয়ে শুনতে পেয়ে দুষ্টু মেয়ের হাসি।।
সন্দেশ(১৩২৮)
।। সমাপ্তি।।