আলোছায়া
(সুকুমার রায়)
হোক না কেন যতই কালো,
এমন ছায়া নাই রে নাই–
লাগলে পরে রোদের আলো
পালায় না যে আপনি ভাই!
শুষ্ক মুখে আঁধার ধোঁয়া
কঠিন হেন কোথায় বল,
লাগলে যাতে হাসির ছোঁয়া
আপনি গলে হয় না জল?
সন্দেশ(১৩২৭)
।। সমাপ্তি।।
আলোছায়া
(সুকুমার রায়)
হোক না কেন যতই কালো,
এমন ছায়া নাই রে নাই–
লাগলে পরে রোদের আলো
পালায় না যে আপনি ভাই!
শুষ্ক মুখে আঁধার ধোঁয়া
কঠিন হেন কোথায় বল,
লাগলে যাতে হাসির ছোঁয়া
আপনি গলে হয় না জল?
সন্দেশ(১৩২৭)
।। সমাপ্তি।।