বুঝবার ভুল
(সুকুমার রায়)
এম্নি পড়ায় মন বসেছে, পড়ার নেশায় টিফিন ভােলে!
সামনে গিয়ে উৎসাহ দেই মিষ্টি দুটো বাক্য বলে।
পড়ছ বুঝি? বেশ বেশ বেশ! এক মনেতে পড়লে পরে,
“লক্ষী ছেলে–সােনার ছেলে” বলে সবাই আদর করে।
এ আবার কি? চিত্র নাকি? বাঁদর পাজি লক্ষীছাড়া–
আমায় নিয়ে রংতামাশা! পিটিয়ে তােমায় করছি খাড়া!
।। সমাপ্তি।।