।। গল্প।।

“বড়মামা, একটা গল্প বল-না।”
🕸️“গল্প? এক ছিল গ, এক ছিল ল আর এক ছিল প—”
🕸️“না—ও গল্পটা না। ওটা বিচ্ছিরি গল্প—একটা বাঘের গল্প বল।”
🕸️“আচ্ছা। যেখানে মস্ত নদী থাকে আর তার ধারে প্রকান্ড জঙ্গল থাকে—সেইখানে একটা মস্ত বাঘ ছিল আর ছিল একটা শেয়াল।”
🕸️“না, শেয়াল তো বলতে বলি নি—বাঘের গল্প।”
🕸️“আচ্ছা, বাঘ ছিল, শেয়ালটেয়াল কিচ্ছু ছিল না। একদিন সেই বাঘ করেছে কি একটা ছোট্ট সুন্দর হরিণের ছানার ঘাড়ে হাল্লুম করে কামড়ে ধরেছে—”
🕸️“না—সেরকম গল্প আমার শুনতে ভালো লাগে না। একটা ভালো গল্প বল।”
🕸️“ভালো গল্প কোথায় পাব? আচ্ছা শোন—এক ছিল মোটা বাবু আর এক ছিল রোগা বাবু। মোটা বাবু কিনা মোটা, তাই তার নাম বিশ্বম্ভর, আর রোগা বাবু কিনা রোগা, তাই তার নাম কানাই।”
🕸️“বিস-কম্বল মানে কি মোটা, আর কানাই মানে রোগা?”…